করোনাভাইরাস
- ইমাদ উদ্দিন তপু ৩০-০৪-২০২৪

চারদিকে হাহাকার,
বেড়েছে অনাচার।
করোনার আতংকে মানুষ হারিয়েছে দিশা।


করোনার ছয়লাপ,
তবুও কমছে না পাপ।
খেল তামাশায় কেন মত্ত?
পাপে ভরা পৃথিবীতে
করোনার প্রভাবে মানুষ আজ প্রকম্পিত।
করোনা প্রতিরোধে যত কর ব্যবস্থা
করই যত কলাকৌশল।
পারবে না রুখতে এ যে খুদাই গজব।
একবার ভেবেছ কি?
কেন এই ভাইরাস?
করছে সর্বনাশ।
মানুষ মরছে দুখে
বন্দী কাঁচের ঘরে।
শুনতে কি পাও তার আত্ম চিৎকার।
চার দিকে হাহাকার....।
এ আজাব থেকে বাঁচতে,
চলো চলো খোদার ঘরে।
কর তওবা তুলো দুই হাত
জানাও ফরিয়াদ।
তবে পাবে মুক্তি।
আসবে শান্তি ধরাতে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১৯-০৩-২০২০ ১৩:৫১ মিঃ

আল্লাহ হেফাজত করুন